বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কেরানীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার 

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার 

কেরানীগঞ্জের জিনজিরা-রোহিতপুর রোডের শাক্তা পুহের ভিটা এলাকা হতে অজ্ঞাত (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গত রোববার রাতে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বোরকা পরহিত ওই নারীর লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা গত শনিবার রাতে কোন এক সময় দুর্বৃত্তরা ধর্ষণ শেষে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। তবে এখনো তার পরিচয় মিলেনি।

প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক সজিব জানায়, তিনি অটোরিকশা নিয়ে রামেরকান্দা থেকে কোনাখোলা যাওয়ার পথে পুহের ভিটা এলাকায় পৌঁছে প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার পাশের ঝাড়ে গেলে তিনি কালো বোরকা পরহিত একটি লাশ দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানায়। 

পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। 
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির জানান, ঘটনা শোনামাত্রই কেরানীগঞ্জ মডেল থানার ওসিসহ আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি পর্যবেক্ষণ করেছি। 

লাশের আলামত দেখে মনে হয়েছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে রেখেছে তা জানা যায়নি। ব্যপারটি গুরুত্ব সহকারে দেখছেন বলে জানান এ কর্মকর্তা। এব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন থানার ওসি মামুন অর রশিদ।

টিএইচ